বিনিময়

কিছু দেয়া, কিছু নেয়া
সব কিছুর মাঝে ঠাঁই দাঁড়িয়ে থাকে 'বিনিময়'।
জীবনের প্রয়োজনেই সে।
তার সব আয়োজনই জীবনের জন্য, বেঁচে থাকার জন্য।
কিন্তু বিনিময়টাই যদি হয় জীবন
তবে সেই পাওয়াটা কার জন্য?
সে যে-ই হোক
নিশ্চয় সে জীবনের চেয়েও প্রিয়
নইলে রফিক, সালাম কেনোইবা বিনিময় করলো জীবটাকে?