(সোনিয়া সাইমুম বন্যা আপুর আদরের কন্যা সিয়ামী মুনতাহা সাবা'র প্রতি শুভকামনায়...)
পান্ডাটারে ঠান্ডা করে
যখন সাবামণি
বানর তখন বাদরামীতে
হয় যে শিরোমণি।
দুষ্টু এসব পুতুল একাই
সামলে রাখে সাবা,
ব্যস্ত থাকে আম্মুজী আর
পায়না সময় বাবা।
আম্মুজীকে জানায় সাবা
তুমি তো ওর নানী,
নাওনা কোলে কাঁদছে দেখো
ঝরছে চোখে পানি।
উনি কি আর দরদ বোঝে
সাবার মত করে,
পাষাণ যেন মনটা উনার
থাকেই দূরে সরে।
বাইরে গেলে চিন্তা কী কম
বাবু কাঁদে কিনা!
তাইতো শোনে- “সামলে নিতে
পারবিরে কি বীণা?”
বাবু নিয়ে ব্যস্ত সাবা
সাঁঝ বা বিকেল বেলা,
মিছামিছি তাদের নিয়ে
যায় সে শিশুমেলা।
সাবা আমায় গান-কবিতা
গল্প শোনায় কতো,
হৃদয় যেন ভরিয়ে দেয়
ঘুমপাড়ানির মতো।
“আমি তোমার আম্মুজী হই”
কয় সে মুঠোফোনে,
“বাসায় তুমি আসো না যে
নাই কি আমায় মনে?”
আমি বলি- “দাও যদি চুম
বাসায় যাবো তবে”,
সাবামণি সম্মত হয়-
ঠিক আছে তাই হবে।
(রচনাকাল: জুন ২০১০)
(রচনাকাল: জুন ২০১০)