কালো!
আভ্যন্তরীণ নানা বিশেষণ নিয়েই
সে একটি বিশেষ্য,
তার গর্ভ জুড়ে কুৎসিৎ, বীভৎস আর
নিরাশার অমারাত্রি।
কালো!
একটি ব্যাজ, যার আড়ালে
বিপর্যয়, বিরহ আর শোকের ছায়া।
কালো!
ফর্সার কাছে শ্যামের অবহেলা আর
তাচ্ছিল্যের রূপকার
না ...
কালো শুধু কালোই নয়
কারো কারো চোখে আলোর আভা।
নিরেট কৃষ্ণবর্ণের মাঝেও কারা যেন
খুঁজে পায় বেঁচে থাকার তাগিদ।
ক্ষুধার্ত নিশাচর কেনোইবা খোঁজে
একটু কালো একটু আধারির ফুরসত!